মাটিরাঙ্গায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া ব্যাটালিয়নের তত্ত্বাবধানে পরিচালিত যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
শুক্র ও শনিবার (৩ ও ৪ মার্চ) যামিনীপাড়া ব্যাটালিয়নের আয়েজনে ২ দিনব্যাপি এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বলে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ বি এম জাহিদুল করিম ৫ মার্চ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তি প্রেরণের মাধ্যমে নিশ্চিত করেছেন।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় সকল ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার পাশাপাশি কবিতা, ছড়া, নৃত্য, গান ইত্যাদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ বি এম জাহিদুল করিম উপস্থিত ছিলেন।
এছাড়াও মেডিক্যাল অফিসার, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, বর্ণাল ও তাইন্দং ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের অভিভাবক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে অধিনায়ক যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।