মাটিরাঙ্গায় বিএনপির লিফলেট বিতরণ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে তামাশার নির্বাচন আখ্যা দিয়ে তা বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করার আহবান জানিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর এলাকায় লিফলেট বিতরণ করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তারের নেতৃত্বে মাটিরাঙ্গা পৌর এলাকায় গণসংযোগ করে মহিলা দলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।
শাহেনা আক্তার জনগণ ও দেশপ্রেমিক ভোটারদের আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে যেতে নিরুউৎসাহিত করে বলেন, অসহযোগ আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে বলে।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা মহিলা দলের সভাপতি মাজেদা আক্তার, সাধারণ সম্পাদক জরিনা বেগম, পৌর মহিলাদলের সভাপতি জয়শ্রী দে, সাধারণ সম্পাদক তানজিলা সুলতান অংশগ্রহণ করেন।