মাটিরাঙ্গায় মাঠ দিবস পালিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়িতে ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে রাজস্ব খাতের আওতায় ধান প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার (৩০ এপ্রিল ) বিকালে তবলছড়ির বড়বিল ব্লক মিলন কার্বারি পাড়ায় মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা মুস্তফিহুর রহমানে সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা বাশিরুল আলম ।
এতে অন্যান্যদর মধ্যে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড সদস্য আবুল হাশেম, মিলন কুমার ত্রিপুরা কার্বারি, কৃষি উপ-সহকারী নুর মোহাম্মদ, আলী হায়দার, মো. রফিক মিয়া, ফখরুদ্দিন, আবুল হোসেন আকন্দ, প্রকাশ ত্রিপুরা, শাকিল আহম্মেদ ও এলাকার কৃষক-কৃষাণিরা।
মাঠ দিবসে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৮৪ চাষে কৃষকদের উৎসাহিত এবং ব্রি ২৮ এর রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় তা চাষে নিরুৎসাহিত করা হয়।