মাটিরাঙ্গায় যামিনীপাড়া জোনের অসহায় ও দুস্থদের মাঝে অনুদান প্রদান

দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি আত্মমানবতার সেবায় নিরলস ভাবে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি )। এরই ধারাবাহিকতায় দায়িত্বরত এলাকায় দুস্থ,অসহায় ও ছিন্নমূল মানুষের সহায়তায় এবং পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া জোন (২৩ বিজিবি )।
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি মোল্লাবাজার হাজিপাড়া এলাকার দরিদ্র ও অসহায় মো. রইছ উদ্দিনকে ৮০ হাজার টাকা ব্যয়ে একটি ঘর (বাথরুম ও মুরগীর ঘরসহ) অনুদান প্রদান করেছেন যামিনীপাড়া জোন ।
সোমবার (২১ মে) সকালে জোন কমান্ডার লে. কর্নেল এ বি এম জাহিদুল করিম এর সার্বিক তত্বাবধানে নির্মান শেষে উপকারভোগির হাতে ঘর হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এছাড়াও হাজিপাড়া মসজিদ নির্মাণ কাজে ২০ হাজার টাকা, দরিদ্র ,অসহায় ৩ জন অসুস্থ ব্যক্তি ও পথচারীদের মাঝে মোট ২২ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ২২ হাজার টাকা প্রদান করা হয়।