মাটিরাঙ্গায় ৪০বিজিবির জাতীয় শোক দিবস উদযাপন


স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করেছে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে খেদাছড়া ব্যাটালিয়নের সকল সদস্য কালো ব্যাজ পরিধান করেন এবং সকল স্থাপনায় রিভিলি হতে রিট্রিট পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান জোনের অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে খাদ্য জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরিব, দুস্থ পাহাড়ি ও বাঙালিদের মাঝে ব্যাটালিয়নের নিজস্ব ব্যবস্থাপনায় ২১০ প্যাকেট খাদ্য সামগ্রী ২২০ জনের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. সাবেরিজ্জামান, এএমসি, সহকারী পরিচালক মোহা. দেলোয়ার হোসাইন, ভারপ্রাপ্ত সুবেদার মেজর, জুনিয়র কর্মকর্তাসহ অন্যান্য সকল পদবীর সদস্য এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।