মিয়ানমারের অভ্যন্তরে রাতভর বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত সীমান্তের মানুষ

fec-image

কক্সবাজারের টেকনাফ সীমান্ত উপজেলায় প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে মিয়ানমারের ভেতর থেকে মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। রাতভর নাফ নদীর ওপার থেকে থেমে থেমে আসা এই আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েছে সীমান্তের বাসিন্দারা।

টেকনাফ উপজেলার পৌরসভা এলাকা, হ্নীলা, জাদিমুড়া, দমদমিয়া, নাইট্যংপাড়া, জালিয়াপাড়া, নাজিরপাড়া, সাবরাং, শাহপরীর দ্বীপসহ নাফ নদীর মোহনা জুড়ে বিস্ফোরণের বড় বড় বিকট শব্দ ভেসে আসছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন বন্ধ থাকার পর আবারও মর্টারশেলের বিকট আওয়াজ শোনা যাচ্ছে। এর ফলে কাঁপছে সীমান্তের ঘরবাড়ি, আতঙ্কিত এলাকাবাসী।

নাইট্যংপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম জানান, “মিয়ানমারের সীমান্ত থেকে রাতভর একের পর এক বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে মর্টারশেলের আওয়াজ।”

শাহপরীর দ্বীপের মো. ইসমাইল বলেন, “মিয়ানমারের ভেতর থেকে প্রায় ৫-১০ মিনিট পরপর মর্টারশেলের বিস্ফোরণ শোনা যাচ্ছে। এতে ঘুমাতে পারছি না, রাত ৯টা থেকে বিকট শব্দ শুরু হয়েছে।”

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে কোনো রোহিঙ্গা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে।

হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, রাত সাড়ে ৯টার পর থেকে মিয়ানমারের ভেতর থেকে মর্টারশেল বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে, যা সীমান্তের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন