মিয়ানমারের আরাকান আর্মি আটকে রাখা দু’টি জাহাজ টেকনাফ স্থলবন্দরে নোঙর

fec-image

মিয়ানমারের আরাকান আর্মি আটকের চারদিন পর পণ্যবাহী তিনটি জাহাজের মধ্যে দুইটি জাহাজ ছেড়ে দিয়েছে। জাহাজ দুটি সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ স্থলবন্দর জেটি ঘাটে নোঙর করেছে।

ওই জাহাজগুলো বিভিন্ন পণ্য নিয়ে ১২ জানুয়ারি মিয়ানমার ইয়াঙ্গুন বন্দর থেকে টেকনাফ স্থলবন্দরে উদ্দেশ্যে রওনা করেছিল। আসার পথে গত ১৬ জানুয়ারি সকালে মিয়ানমার মংডু শহরের হাইয়ন খালী নামক এলাকা বরাবর নাফ নদীতে পণ্যবাহী তিনটি জাহাজ আটকে রাখে আরাকান আর্মি

জানা যায়, আরাকান আর্মির হেফাজতে থাকা পণ্যবাহী জাহাজে মালামাল রয়েছে ৫৬ হাজার বস্তা সুপারি, আচার, শুঁটকি, কসমেটিক, কফিসহ অন্যান্য পণ্য। পণ্যের আমদানিকারকরা হলেন, ওমর ফারুক, শওকত আলী, এহেতেশামুল হক বাহাদুর, ছিদ্দিক, সাদ্দাম হোসেন, এমএ হাশেম, ওমর ওয়াহেদ সহ প্রমুখ।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ স্থলবন্দরের ম্যানেজার ছৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, মিয়ানমার থেকে পণ্যবাহী তিনটি জাহাজ টেকনাফ স্থলবন্দরে উদ্দেশ্যে আসার পথে আটকে রাখে মিয়ানমার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। তারা মালামালের কাগজপত্র যাচাই-বাছাই করার কথা বলে‌ জাহাজ তিনটি তাদের হেফাজতে রেখে দেয়। সোমবার দুপুরে দুটি জাহাজ বন্দরের জেটি ঘাটে নোঙর করে।

টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, গত ৪দিন পর মিয়ানমার আরাকান আর্মির হেফাজতে থাকা তিনটি পণ্যবাহী জাহাজ মধ্যে দুইটি জাহাজ সোমবার দুপুরে টেকনাফ স্থল বন্দর জেটিতে নোঙর করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন