মিয়ানমারের ভয়ে সেন্টমার্টিনে খাদ্য সরবরাহ করা যাচ্ছে না: মির্জা আব্বাস

fec-image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সেন্টমার্টিন দ্বীপে আজকে খাদ্য সংকট। একদিকে তো অভাব যদি আমরা নাও বলি… তাহলে সেই দ্বীপ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওখানে খাদ্য সরবারহ করা যাচ্ছে না। কার ভয়ে? মিয়ানমার সৈন্যবাহিনীর ভয়ে।’

তিনি বলেন, ‘অথচ ১৯৭৮-৭৯ সালের দিকে এই মিয়ানমার নতজানু হয়ে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতির (জিয়াউর রহমান) কাছে মাফ চেয়ে বিদায় নিয়েছিলো। সেই মিয়ানমার আজকে কতটুকু ঔদ্ধত হয়ে গেছে যে, তারা আমাদের রাষ্ট্রকে রক্তচক্ষু দেখায়।’

‘‘কারণ এদেশে একটা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার যাদের দেশে ভেতরে ও বাইরে কারোই সমর্থন এই সরকারের প্রতি নাই। এই কারণেই আজকে তারা (মিয়ানমার) সুযোগ নিচ্ছে। আর যদি বলি, আরও বহু দেশ আছে তারা বাংলাদেশের ওপরে খবরদারি করছে। বাংলাদেশের সার্বভৌমত্ব আজকে অন্যের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজে কোনও সিদ্ধান্ত নিতে পারছে না।”, বলেন আব্বাস।

সোমবার (১৭ জুন) ঈদের নামাজ পড়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, ‘আজকে দেশের মানুষ চারিদিক থেকে অক্টোপাসের মতো বন্দি অবস্থায় আছে। কী রাজনৈতিক, কী অর্থনৈতিক, কী সামাজিক, কী ভৌগোলিক– ভালো অবস্থানে নাই, আমরা কিন্তু শান্তিতে নাই।’

এসময় গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আহমেদ আজম খান, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, হাবিব উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, শাহ নেসারুল হক প্রমুখ শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে আসেন। সেখানে তারা ফাতেহা পাঠ করে দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন