parbattanews

মিয়ানমারের ভেতরে রোহিঙ্গা নিয়ে ভয়ের নেপথ্যে

পার্বত্যনিউজ ডেস্ক:

তিন লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গা নিপীড়ন নিয়ে বিশ্বজুড়ে যখন নিন্দার ঝড় বইছে, তখন মিয়ানমারের সরকার এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের চিন্তা-ধারা ঠিক বিপরীত।

তাদের কাছে ‘রোহিঙ্গা’ শব্দটি অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য। মিয়ানমারে যে কোন মানুষের সাথে কথা বললে ‘রোহিঙ্গা’ শব্দটি তারা উচ্চারণই করবে না।

অধিকাংশ মানুষ মনে করে রোহিঙ্গারা ‘বাঙালী’। এর মাধ্যমে বোঝা যায়, তারা রোহিঙ্গা জনগোষ্ঠীকে সে দেশের নাগরিক মনে করে না।

মনে করা হয়, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে এসেছে। তাদের ভাষা এবং সংস্কৃতি ভিন্ন।

বিশ্বজুড়ে রোহিঙ্গা সংকটকে মানবাধিকার লঙ্ঘন এবং মানবিক পরিস্থিতি হিসেবে দেখা হলেও মিয়ানমারের ভেতরে বিষয়টিকে দেখা হচ্ছে সার্বভৌমত্বের প্রশ্ন হিসেবে।

রাখাইন রাজ্যে সামরিক অভিযানের প্রতি ব্যাপক জনসমর্থন আছে মিয়ানমারের ভেতরে।

মিয়ানমারের সংবাদমাধ্যমও সরকারী ভাষ্য অনুযায়ী কথা বলছে। মিয়ানমারের অধিকাংশ মানুষ মনে করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম একপেশে সংবাদ পরিবেশন করছে।

সেখানে রোহিঙ্গাদের প্রতি গুরুত্ব দেয়া হচ্ছে বেশি।

সূত্র: বিবিসি

Exit mobile version