মিয়ানমারে মুহুর্মুহু বিস্ফোরণ, এবার আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের কাছে আবারও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, যা কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে টেকনাফ পৌর, হ্নীলা, সদর, ও সাবরাং এলাকার বাসিন্দারা গতকাল রাত ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিস্ফোরণের বিকট শব্দ শুনেছেন।
সীমান্তের ওপার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা সংঘাতে রাখাইন রাজ্যের বেশিরভাগ অঞ্চল এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। জান্তা বাহিনী বিমান থেকে বোমা বর্ষণ চালাচ্ছে, তবে স্থলযুদ্ধে আরাকান আর্মির বিরুদ্ধে মিয়ানমারের সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীগুলো লড়াই শুরু করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, একই সময়ে মংডু শহরের আশপাশে যুদ্ধবিমান চক্কর দিতে দেখা গেছে, এবং বিস্ফোরণের শব্দ উকিলপাড়া, ফয়েজীপাড়া, সুধাপাড়া, নাপিতের ডেইল, নয়াপাড়া, সিকদারপাড়া ও হারিপাড়া এলাকা থেকে আসছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, মিয়ানমারের এই সংঘাতটি তাদের অভ্যন্তরীণ সমস্যা, তবে এর ফলে সীমান্তবর্তী বাংলাদেশি জনগণ বিভিন্ন সমস্যায় পড়ছেন। তিনি আরও বলেন, সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে, যাতে কেউ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে।