মিয়ানমার জান্তাকে গ্রেপ্তারের আবেদন, সিদ্ধান্ত নেবে আইসিসি

fec-image

রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধে মিয়ানমারের সামরিক জান্তা মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আইসিসির প্রধান প্রসিকিউটর করিম এ এ খান এই আবেদন করেছেন।

আইসিসির প্রধান প্রসিকিউটরের বাংলা‌দেশ সফর নি‌য়ে বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর এক‌টি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির প্রধান তদন্ত কর্মকর্তা এসা এম্বে ফাল।

আইসিসির প্রধান তদন্ত কর্মকর্তা জানান, মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে কিনা, সে সিদ্ধান্ত নেবে আইসিসি।

কবে নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি জ‌ান‌তে চাইলে এসা ফাল ব‌লেন, এটা এখনই বলা সম্ভব নয়। তবে আদালতে বিষয়টি নিষ্পত্তি হতে ৬-৭ মাস সময় লাগতে পারে।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো টেকনিক্যাল সহায়তা চাইলে আইসিসি সহায়তা দেবে ব‌লে জানান প্রধান তদন্ত কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন