মিয়ানমার জান্তাকে গ্রেপ্তারের আবেদন, সিদ্ধান্ত নেবে আইসিসি
রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধে মিয়ানমারের সামরিক জান্তা মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আইসিসির প্রধান প্রসিকিউটর করিম এ এ খান এই আবেদন করেছেন।
আইসিসির প্রধান প্রসিকিউটরের বাংলাদেশ সফর নিয়ে বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির প্রধান তদন্ত কর্মকর্তা এসা এম্বে ফাল।
আইসিসির প্রধান তদন্ত কর্মকর্তা জানান, মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে কিনা, সে সিদ্ধান্ত নেবে আইসিসি।
কবে নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি জানতে চাইলে এসা ফাল বলেন, এটা এখনই বলা সম্ভব নয়। তবে আদালতে বিষয়টি নিষ্পত্তি হতে ৬-৭ মাস সময় লাগতে পারে।
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো টেকনিক্যাল সহায়তা চাইলে আইসিসি সহায়তা দেবে বলে জানান প্রধান তদন্ত কর্মকর্তা।