মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে আহত
কক্সবাজারে সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি এক জেলে আহত হয়েছে।
গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ এরশাদ (৪০) টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের গলাচিপায় বসবাস করেন। তবে তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলায়।
রাতে এই তথ্য নিশ্চিত করে সেন্টমার্টিন ইউনিয়নের ইউপি সদস্য মো. সৈয়দ আলম জানান, বুধবার দুপুর টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, বুধবার সকালে দ্বীপের বাসিন্দা আলী জোহারের মালিকানাধীন একটি ট্রলারে ছয় জেলে সাগরে মাছ শিকারে যায়। এক পর্যায়ে তারা সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরের মিয়ানমারের কিছুটা অভ্যন্তরের অংশে ঢুকে পড়ে। এসময় দেশটির নৌবাহিনীর সদস্যরা ওই জেলেদের ধাওয়া করে।
“এক পর্যায়ে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা জেলেদের লক্ষ্য গুলি চালায়। এতে এক জেলে গুলিবিদ্ধ হন। “
দ্বীপের বাসিন্দা ও ট্রলারটির অক্ষত অবস্থায় ফেরত আসা জেলে নেজাম উদ্দিন বলেন, সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ থেকে জেলেদের লক্ষ্য করে গুলি ছুড়া হয়। এতে তাদের ট্রলারের এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তার ডান হাতে গুলি লেগে রক্তাক্ত জখম হয়েছে। পরে সেন্টমার্টিনে ফিরে আসার পর ওই স্থানীয় এক ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ বলেন, সাগরে মাছ ধরার সময় বাংলাদেশি একটি ট্রলারের জেলেরা ভুলক্রমে সাগরে মিয়ানমার জলসীমার কিছুটা অভ্যন্তরে ঢুকে পড়ে। এসময় দেশটির নৌ-সেনারা ট্রলারটি লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে এক জেলে গুলিবিদ্ধ হয়। তারপরও ঘটনার ব্যাপারে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।