parbattanews

মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির গোলাগুলি, সতর্ক বিজিবি

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২২ আগস্ট) সকাল ও বিকালে গোলাগুলির এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নো ম্যানস ল্যান্ডে বসবাসরত রোহিঙ্গা নেতা ও স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে বাংলাদেশ সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি ও নো ম্যানস ল্যান্ডে বসবাসরত রোহিঙ্গারা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ির তুমব্রু, ঘুমধুম ও চাকঢালা থেকে শুরু করে মদক সীমান্ত পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এসব এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি সক্রিয় রয়েছে। আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর প্রায়ই গোলাগুলি হয়। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে গোলাগুলির ঘটনা ঘটছে। শনিবার সকাল ও বিকালে সবচেয়ে বেশি গোলাগুলির শব্দ শোনা গেছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ‘শনিবার বাংলাদেশ সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে প্রচুর গোলাগুলির শব্দ শুনেছি আমরা। তাদের গোলাগুলিতে বাংলাদেশের সীমান্ত এলাকায় বসবাসকারীদের বাসাবাড়িতে থাকা দায় হয়ে পড়েছে। গোলাগুলির শব্দে আমার ইউনিয়ন পরিষদে বসে কাজ করা যাচ্ছে না। আমরা আতঙ্কের মধ্যে আছি। কিছুক্ষণ পরপরই গোলাগুলির শব্দ শুনছি।’

তিনি বলেন, ‘সীমান্ত থেকে কিছুক্ষণ পরপর মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। তবে কারা এবং কেন গোলাগুলি করছে, তা বোঝা যাচ্ছে না। আমি বিষয়টি আমাদের প্রশাসনকে জানিয়েছি।’

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বসবাসরত আবদুল করিম বলেন, ‘মিয়ানমার সীমান্তের ৩৬, ৩৭ ও ৩৮ নম্বর পিলারের কাছাকাছি শাহাব বাজার এলাকা থেকে গোলাগুলির শব্দ পাচ্ছি। এসব এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলি চলছে বলে জেনেছি আমরা।’

নাইক্ষ্যংছড়ির কোনারপাড়া নো ম্যানস ল্যান্ডে বসবাস করছেন প্রায় চার হাজার রোহিঙ্গা। সেখানে বসবাসকারী রোহিঙ্গা কমিউনিটির প্রধান নেতা দিল মোহাম্মদ বলেছেন, ‘গত কয়েকদিন ধরে মিয়ানমারের সীমান্ত লাগোয়া এলাকা থেকে গোলাগুলির শব্দ শুনছি। শাহাব বাজার ও আশপাশের এলাকায় আরাকান আর্মি বসবাস করে। তাদের সঙ্গে মাঝেমধ্যে মিয়ানমার সেনাবাহিনীর গোলাগুলি ও সংঘর্ষ হয়। গোলাগুলির শব্দে কেঁপে ওঠে নো ম্যানস ল্যান্ডের রোহিঙ্গা ক্যাম্প। আমরা এখানে যারা বসবাস করছি, তারা ভীতসন্ত্রস্ত অবস্থায় আছি।’

এ বিষয়ে বিজিবি-৩৪ এর কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হোসাইন কবির স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলি ও সংঘর্ষ যাই ঘটছে, তা মিয়ানমারের ভেতরে। বাংলাদেশিদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। সীমান্তে বিজিবির সদস্যরা অ্যালার্ট রয়েছেন। সীমান্তের যেকোনো পরিস্থিতি নিয়ে আমরা সবসময় সতর্ক আছি।’

সূত্র: বাংলা ট্রিবিউন
Exit mobile version