মিয়ামির জয় সুয়ারেজ-মেসির

fec-image

মেসি-সুয়ারেজের আলো ছড়ানোর দিনে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের খেলায় মন্ট্রিয়ালকে ৪-২ গোলে হারিয়েছে মিয়ামি। ৯ ম্যাচে এটি মিয়ামির দ্বিতীয় জয়।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ফ্লোরিডার ফোর্ট লডারডেলে দুর্দান্ত জয়ে পূর্ব কনফারেন্সের টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে স্বাগতিক মিয়ামি। অন্যদিকে টেবিলের তলানিতে থাকা থাকা মন্ট্রিয়াল শেষ তিন ম্যাচে দ্বিতীয়বারের মতো হারের মুখ দেখলো।

সুয়ারেজ গত ৩ মে মিয়ামির শেষ জয়ের পর আর গোল পাননি। বৃহস্পতিবারের আগে এমএলএসে এই মৌসুমে তার মোট গোল ছিল মাত্র ২টি। আজকের ম্যাচে ৬৮ ও ৭১ মিনিটে পরপর দুটি গোল করে সে সংখ্যাকে দ্বিগুণ (৪টি) করলেন উরুগুয়ে ফরোয়ার্ড।

ম্যাচ শেষে সুয়ারেজ বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা আবার জিতেছি। আমরা হারের বৃত্তে ছিলাম, যার জন্য আমাদের দায়িত্ব নিতে হয়েছে। এখন কাজ হলো- ভুল শুধরে ফের জয়ের পথে ফেরা এবং আগের মতো দল হয়ে ওঠা।’

মেসির পাস থেকে প্রথম গোল করেন সুয়ারেজ। আর্জেন্টাইন সুপারস্টার নিখুঁতভাবে ক্রস বাড়ান, সুয়ারেজ সহজেই বল গোলমুখে পাঠান।

তিন মিনিট পর মন্ট্রিয়ালের জর্জ ক্যাম্পবেলের ভুলে বল পেয়ে সুয়ারেজ আবারও জালে বল জড়ান এবং মিয়ামিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন।

৭৪ মিনিটে মন্ট্রিয়ালের হয়ে গোল করেন দান্তে সিলি। এটি ছিল মৌসুমে তার দ্বিতীয় গোল। এতে ব্যবধান নেমে আসে ৩-১ এ।

৮৭ মিনিটে মেসি নিজের দ্বিতীয় গোল করে মন্ট্রিয়ালের প্রত্যাবর্তনের সম্ভাবনা শেষ করে দেন। সুয়ারেজের নিখুঁত ক্রসে কাছ থেকে গোল করেন মেসি। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার প্রথম গোলটি আসে ম্যাচের ২৭ মিনিটে।

ম্যাচ শেষে কোচ মাচেরানো যেমন মেসির প্রশংসা করেন, তেমনি সুয়ারেজকেও আলাদা করে প্রশংসায় ভাসান।

মাচেরানো বলেন, ‘লুইসের ব্যাপারে আমি খুব খুশি। তার ক্যারিয়ারে বহু গোল আছে। মাঝেমধ্যে গোল না পাওয়া তার জন্য অস্বাভাবিক মনে হতে পারে। কিন্তু লুইসের আরেকটি দিক আছে — সে পরিশ্রম করে, প্রচণ্ড ইচ্ছাশক্তি নিয়ে খেলে এবং কখনও হাল ছেড়ে দেয় না। এসবই দলের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। আশা করি, তারা এই ধারাটা ধরে রাখতে পারবে।’

মন্ট্রিয়ালের দ্বিতীয় গোলটি আসে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে। ফার্নান্দো আলভারেজ ও দান্তে সিলির অ্যাসিস্টে গোলটি করেন ভিক্টর লোটুরি।

তবে এই জয়ে কিছুটা মূল্যও দিতে হয় মিয়ামিকে। আগে থেকেই মিডফিল্ডার ইয়ানিক ব্রাইটকে ছাড়া খেলছিল মেসিরা। এবার প্রথমার্ধেই ইনজুরির কারণে তিন মূল খেলোয়াড়— জর্দি আলবা, গনজালো লুহান ও তমাস আভিলেস মাঠ ছাড়তে বাধ্য হন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মেসি, সুয়ারেজ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন