parbattanews

মিয়ানমারকে ৪ বিলিয়ন উয়ান সহায়তার প্রতিশ্রুতি চীনের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মিয়ানমারের উন্নয়নের জন্য আগামী তিন বছরে চার বিলিয়ন উয়ান (৫৮০ মিলিয়ন ডলারের বেশি) সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

মিয়ানমার সফরের দ্বিতীয় দিনে শনিবার প্রেসিডেন্ট শি দ্বিপাক্ষিক আলোচনাকালে এই প্রতিশ্রুতি দেন বলে দেশটির সরকার পরিচালিত পত্রিকাগুলো জানিয়েছে।

তবে বিনিয়োগ ও বৈদেশিক, অর্থনৈতিক সম্পর্ক মন্ত্রণালয়ের মহাপরিচালক উ থান অং কিয়াউ বলেন যে কোন কোন খাতে এই সহায়তা দেয়া হবে তা দুই দেশ এখনো ঠিক করেনি এবং খাতওয়ারি পরিমাণও ঠিক করা হয়নি।

তবে রাষ্ট্রীয় পত্রিকাগুলোর খবরে বলা হয়, চীন মিয়ানমারের অবকাঠামো, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনকে পুনর্বাসন করতে আর্থিক ও কারিগরি সহায়তা দিতে রাজি হয়েছে। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত এসব খাতে মিয়ানমারকে ৪.৯ বিলিয়ন উয়ান সহায়তা দিয়েছে চীন।

প্রেসিডেন্ট শি’র দুইদিনব্যাপী সফরকালে দুই দেশ ৩৩টির মতো চুক্তি, এমওইউ, এক্সচেঞ্চ লেটার ও প্রটোকল সই করে।

সুত্র : সাউথ এশিয়ান

Exit mobile version