parbattanews

মিয়ানমারের তিনটি বিমানবন্দরকে রাডার সিস্টেম সরবরাহ করছে জাপানি কোম্পানি

মিয়ানমারের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারক্রাফট রাডার সিস্টেম সরবরাহের জন্য দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান এনইসি কর্পোরেশন।

২১ মিলিয়ন ডলারের এই চুক্তি অনুযায়ী এনইসি মিয়ানমারের ইয়াঙ্গুন, মান্দালে ও নেপিদো বিমানবন্দরের জন্য রাডার সিস্টেম সরবরাহ করবে।

অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি ও পর্যটকদের জন্য ভিসার নিয়ম শিথিল করায় মিয়ানমার বিমানবন্দরে যাত্রী ও কার্গো আগমন সংখ্যা বেড়ে গেছে।

২০১৭ সালে এই তিন বিমানবন্দরে যাত্রী এসেছে ৭.২৬ মিলিয়ন। ২০১৩ সালে এসেছিলো ৬.৫ মিলিয়ন।
ইয়াঙ্গুন এয়ারপোর্টে ২০১৩ সালে যেখানে ২৪,০০০ টন কার্গো আসে সেখানে ২০১৭ সালে আসে ৫৫,০০০ টন। ফলে রাডার ছাড়া বিমানবন্দরগুলো দক্ষতার সঙ্গে ফ্লাইট পরিচালনা করতে পারছে না।

এই সমস্যা সমাধানে এয়ার ট্রাফিক কন্ট্রোল রাডার, ইনফরমেশন প্রসেসিং সিস্টেম ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করবে এনইসি।এই কাজে আর্থিক সহায়তা দিচ্ছে জাপানের ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

Exit mobile version