parbattanews

মিয়ানমারের ৪‘শ অবৈধ শ্রমিক বহিষ্কার করেছেন মালয়েশিয়া 

মিয়ানমারের প্রায় ৪০০ নাগরিককে সোমবার মালয়েশিয়ার ১১টি আটক কেন্দ্রে থেকে বহিষ্কার করা হয়েছে। এরা অবৈধভাবে দেশটিতে অবস্থান করছিলো বলে মিয়ানমারের পররাষ্ট্র দফতর জানায়।

কুয়ালালামপুরে মিয়ানমার দূতাবাসের শ্রমিক এটাশে উ অং জাও মিন জানান, মালয়েশিয়ার কারাগারগুলোতে ৩৯১ অবৈধ মিয়ানমার শ্রমিক আটক ছিলো। মালয়েশিয়া কর্তৃপক্ষ দুটি ভাড়া করা বিমানে করে এসব শ্রমিককে ফেরত পাঠিয়েছে।

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানের জন্য বিদেশী শ্রমিকদের তিন থেকে ছয় মাসের জেল দেয়া হয়। এরা মূলত অভিবাসন কর্তৃপক্ষের আটক কেন্দ্রগুলোতে থাকে। সংশ্লিষ্ট দূতাবাস তাদের নাগরিকত্ব ও পরিচিতি নিশ্চিত করার পর তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়।

এবার অবৈধদের ফেরত পাঠানোর খরচ মালয়েশিয়া সরকার বহন করেছে বলে দূতাবাস জানায়।

মিয়ানমারের নাগরিকরা বেশ কয়েক মাস ধরে আটক ছিলো। মায়েশিয়ায় অবৈধ বিদেশী খেদাও অভিযান জোরদার হওয়ার পর আটককেন্দ্রগুলোতে বন্দি রাখার জায়গা নেই। ফলে এদেরকে ফেরত পাঠানার সিদ্ধান্ত হয়।

পরিচিতি নিশ্চিত হওয়ার অপেক্ষায় মিয়ানমারের বহু নাগরিক এখনো মালয়েশিয়ার আটক কেন্দ্রগুলোতে দিন পার করছে।

Exit mobile version