parbattanews

মিয়ানমারে আটক ১৮ জেলে পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ

বাজারে ঈদের কেনাকাটার ধুম লেগেছে। চারিদিকে উৎসবের আমেজ। কিন্তু সেই আনন্দ ফিকে হয়ে আসে টেকনাফের ১৮ জেলে পরিবারে। তারপরও এই পরিবার গুলো যাতে ঈদ সামলাতে পারে সেই জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২ মে) দুপুরে নাফনদীর বেড়িবাঁধ সংলগ্ন টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ায় মিয়ানমারে আটক ১৮ জেলে পরিবারকে গুলোকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু।

গত ১৫ মার্চ বিকালে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ওই জেলেদের নৌকাসহ ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। এসব জেলের পরিবারে এখন ঈদ উৎসবতো দূরের কথা, দুই বেলা খাবারও জুটছে না।

আটক জেলেরা উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার নুর কালাম (২৬), মোহাম্মদ জসিম (২৫), সাইফুল ইসলাম (২৩), মো. ফয়সাল (২৩), আবু তাহের (২২), মো. ইসমাইল (২০), মো. ইসহাক (২৪), আবদুর রহমান (২৪), মো. হোসেন (২২), মোহাম্মদ হাসমত (২৫), মোহাম্মদ আকবর (২৩), নজিম উল্লাহ (১৯), মোহাম্মদ রফিক (২০), মোহাম্মদ সাব্বির (২৫), মোহাম্মদ হেলাল (২৫), মো. জামাল (২১), রেজাউল করিম (১৮) ও মোহাম্মদ রমজান (১৬)।

Exit mobile version