parbattanews

মিয়ানমারে আবারো অস্থিরতা, রোহিঙ্গারা ছুটে আসছে বাংলাদেশ


কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার এর টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১৪৬ রোহিঙ্গাদের আটক করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বিজিবি।

শুক্রবার ভোরে টেকনাফের হোয়াইক্ষ্যং সীমান্ত দিয়ে এসব রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালায়।

টেকনাফ বিজিবির উপ অধিনায়ক শরিফুল ইসলাম জোমাদ্দার জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে আগে থেকেই অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছিল।মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালালে সঙ্গে সঙ্গে তাদের প্রতিহত করা হবে বলে জানান তিনি। এদিকে সকালে ফেরত দেয়া রোহিঙ্গাদের মধ্যে অধিকাংশ নারী এবং শিশু। বর্তমানে র্সীমান্তে বিজিবি এবং নাফ নদীতে কোস্ট গার্ডের টহল জোরদার রয়েছে।

সীমান্তে আটক হওয়া রোহিঙ্গাদের দেওয়া তথ্য ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিয়ানমারের মংডুতে আবারও শুরু হয়েছে অস্থিরতা। মিয়ানমারের বিজিপি ক্যাম্পে হামলার অজুহাতে রোহিঙ্গাদের উপর চলছে হামলা ও গুলিবর্ষণ। আর এই অবস্থায় রোহিঙ্গারা ছুটে আসছে বাংলাদেশের দিকে। তবে সীমান্ত এলাকায় বিজিরি এবং নাফ নদীতে কোস্ট গার্ডের টহল জোরদার রয়েছে।

Exit mobile version