মিয়ানমারে জ্বালানি তেল পাচার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ
মিয়ানমারে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাচার বন্ধে কঠোর নির্দেশনা প্রদানসহ অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান, ইয়াবা ও মানবপাচার প্রতিরোধ করা, রোহিঙ্গাদের অবাধে বিচরণ, যানজট নিরসন, যত্রতত্র অবৈধ হাটবাজার বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা, চোরাচালান টাস্কফোর্স কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন কাজের অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়।
এসময় টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের নব-নির্বাচিত সাংসদ শাহীন আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি প্রমুখ। এছাড়া আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।