parbattanews

মিয়ানমার থেকে আবারও ভয়ঙ্কর বিস্ফোরণের আওয়াজ ভেসে আসছে ঘুমধুম সীমান্তে

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে আবারও মিয়ানমার থেকে ভেসে আসছে রাইফেল ও মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দ।

বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া মিয়ানমার অভ্যন্তরে সেনাবাহিনী ও তাদের বিদ্রোহী আরকান আর্মি (এএ) ‘র সাথে চলমান যুদ্ধে রাইফেল এবং মর্টারশেল বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে ঘুমধুম সীমান্তের এপারে।

মিয়ানমার অভ্যন্তরে চলমান যুদ্ধে এপারে বাসিন্দারা কতটুকু আতঙ্কিত এ বিষয়ে জানতে চাইলে ঘুমধুমের ইউপি চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ বলেন, আমার সীমান্তের জনগণ গত দেড়মাস ধরে মিয়ানমার সেনাবাহিনীর ও আরকান আর্মির মর্টারশেল বিস্ফোরণের আওয়াজ শোনতে শোনতে মোটামুটি অভ্যস্থ হয়ে গেছে, তবে বিগত দিনে তাদের ঐখান থেকেই কয়েকটা মর্টারশেল (অবিস্ফোরিত) এসে পড়াতে কিছু আতঙ্ক কাজ করছে এপারের বাসিন্দাদের মাঝে। যদি সীমান্তের অবস্থা ভয়াবহ হয় তাহলে সীমান্ত লাগোয়া বেশকটি স্থানীয় পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, প্রতিদিন ঘুমধুম সীমান্তে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজিবির টহল অব্যাহত রয়েছে।

Exit mobile version