মিয়ানমার থেকে চোরাই পথে আসা ২৭টি মহিষ আটক

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্ত দিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে চোরাই পথে আসা ২৭টি মহিষ আটক করেছে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্থ তুমব্রু বিওপির একটি বিশেষ টহল দল।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে তুমব্রু সীমান্তের মক্কোর টিলা নামক জায়গা হতে মালিক বিহীন অবস্থায় এই মহিষগুলো আটক করা হয়।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের উপর ভিত্তি করে মক্কোর টিলাতে একটি ঝোপের ভিতর অবস্থান করে বিজিবির একটি বিশেষ টহল দল এবং কিছুক্ষণ পর চোরাকারবারিরা মিয়ানমার থেকে চোরাই পথে বাংলাদেশের এপারে নিয়ে আসে একটি মহিষের পাল। ঠিক তখনই মহিষগুলো আটক করে তুমব্রু বিওপিতে নিয়ে আসা হয়।
সূত্র আরো জানায়, আটককৃত ২৭টি মহিষ নিলামে দেওয়ার প্রক্রিয়া চলছে।
ঘটনাপ্রবাহ: ঘুমধুম, বিজিবি, মহিষ আটক
Facebook Comment