মিয়ানমার সীমান্তের সোনাইছড়ি-তুমব্রু সড়ক থেকে ৯ হাজার পিস ইয়াবা জব্দ

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৩’শ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১১-বিজিবি)।

রবিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে সোনাইছড়ি-তুমব্রু সড়কে অভিযান চালায় বিজিবি। অভিযানের এক পর্যায়ে সোনাইছড়ির ঘুনগাছ তলায় থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধার ইয়াবা নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়। তবে এ ঘটনায় বিজিবি তাৎক্ষণিক কাউকে আটক করতে পারেনি।

নাইক্ষ্যংছড়ি ১১-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সাহল আহমেদ নোবেল এসি, জানান, সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র ও মাদকদ্রব্য পাচার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন