মিয়ানমার সীমান্তে স্বর্ণ চোরাচালান: আসামিদের রিমাণ্ড ও জিজ্ঞাসাবাদের আদেশ

fec-image

বাংলাদেশ মিয়ানমার সীমান্তের আশারতলী এলাকা থেকে সম্প্রতি ৪০৩ভরি স্বর্ণের বারসহ আটক আসামিদের রিমাণ্ড ও জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১৩ ডিসেম্বর) বান্দরবান জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাইসুমা সোলতানার আদালত এই আদেশ দেন।

এর আগে নাইক্ষ্যংছড়ি থানার ওই মামলার সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা দুই আসামিকে ১০দিনের রিমান্ড নেওয়ার আবেদন করে। আদালত শুনানী শেষে ১নং আসামি মো: ফারুককে দুই দিনের রিমাণ্ড ও অপর আসামি মরিয়ম বেগমকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এর আগে ১ডিসেম্বর নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী এলাকায় অভিযান চালিয়ে আসামী মো: ফারুক প্রকাশ কালা মনু (৩৮) ও তার স্ত্রী মরিয়ম বেগমকে (২৫) ২৮টি স্বর্ণের বার (৪০৩ভরি) স্বর্ণ ও নগদ ১লাখ ৯৯হাজার টাকাসহ আটক করেছিল পুলিশ। পরে তাদের বিরুদ্ধে জিআর ৩২২/২০২০ মামলা রুজুর পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঘটনার ১১দিন পর রবিবার (১৩ ডিসেম্বর) নাইক্ষ্যংছড়ি থানার তদন্ত কর্মকর্তা আসামিদের ১০দিনের রিমান্ড চাইলে শুনানী শেষে আদালত এই আদেশ দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন