মিয়ানমার সেনাবাহিনীর ৩ সৈনিক ধর্ষণের দায়ে ২০ বছর সশ্রম কারাদণ্ড

fec-image

গত ২৯জুন বিকালে আরাকান Rathedaung township উগা গ্রামে মিয়ানমার সেনাবাহিনীর এলোপাতাড়ি গুলিবর্ষণ চালিয়ে প্রবেশ করে। এবং রাত ১১টার দিকে ৩ জন সৈনিকের কাছে এক মহিলা গণধর্ষণের শিকার হয়।

মানবাধিকার কর্মীদের সহযোগিতায় ভিকটিম ১০ জুলাই Sittwe শহর পুলিশ থানায় ৩৭৬/৩৬৬/১১৪ ধারায় তিন ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ধর্ষণের আসামীরা সেনা সদস্য হওয়ায় মামলাটি নিষ্পত্তির জন্য সামরিক আদালতে বদলি করা হয়।

তারই প্রেক্ষিতে, ৩ ডিসেম্বর আসামীগণকে সামরিক আদালতে এনে আসামীগণ তাদের দোষ স্বীকার করলে, ১৯৫৯ সালের সামরিক আইনের মা-৭১, ঙ-৩৫, ৪৭(১) ধারা ও ৩৭৬, ৩৬৬ ধারায় সংশোধন করা হয় এবং ১১ ডিসেম্বর মামলা রায়ের শুনানির দিন ধার্য্য করা হয়।

আজ ১১ ডিসেম্বর ওই আসামি ৩ সেনা সদস্যকে ধর্ষণের দায়ে আদালত ২০বছর সশ্রম কারাদণ্ড প্রদান করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কারাদণ্ড, মিয়ানমার, সশ্রম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন