parbattanews

মিয়ানমার সেনাবাহিনী তথ্য লুকাচ্ছে, অভিযোগ আরাকান আর্মির

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনেছে আরাকান আর্মি (এএ)। রাখাইন ও চিন রাজ্যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সরকার সংঘাত এলাকার বাস্তবতা লুকানোর চেষ্টা করছে বলে স্বাধীনতাকামী সশস্ত্র গ্রুপটি অভিযোগ করে।

শুক্রবার রাত থেকে মিয়ানমার সরকার রাখাইন ও চিন রাজ্যের নয়টি টাউনশিপে মোবাইল ফোনের ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়।

সোমবার এক বিবৃতিতে এএ জানায়, ইন্টারনেট বন্ধ করে দিলেও আরাকান আর্মির কোন সমস্যা হবে না কিন্তু তা সংঘাত এলাকার সাধারণ জনগণের ব্যাপারে উদ্বেগ তৈরি করেছে।  শনিবার এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সেনাবাহিনী ইন্টারনেট বন্ধ করার নির্দেশ দানের কথা অস্বীকার করে।

কয়েকটি এলাকায় মোবাইল ফোন ও এসএমএস ম্যাসেজিং সেবা চালু থাকলেও ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এদিকে নয়টি টাউনশীপে ইন্টারনেট সেবা বন্ধ করার ঘটনায় জাতিসংঘ বলেছে যে সেখানে মিয়ানমার সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো লুকানোর চেষ্টা করছে।

Exit mobile version