parbattanews

মীরাক্কেল তারকা কায়কোবাদ কারাগারে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মীরাক্কেল তারকা মো. কায়কোবাদকে কারাগারে পাঠিয়েছে আদালত। অভিযুক্ত কায়কোবাদ চবির নাট্যকলা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিসট্রেট হেলাল উদ্দিনের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চট্টগ্রাম আদালতের পরিদর্শক বিজন কুমার বড়ুয়া বলেন, নারী ও শিশু নির্যাতন মামলায় আটক হওয়া মো. কায়কোবাদকে বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিসট্রেট হেলাল উদ্দিনের আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে আদালত সন্ধ্যায় তাকে কারাগারে প্রেরণ করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ওই ছাত্রী হাটহাজারী থানায় ধর্ষণের ঘটনায় কায়কোবাদকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে রাতেই বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করে হাটহাজারী থানা পুলিশ।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ভুক্তভোগী ছাত্রীর অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। পরে মঙ্গলবার রাতে অভিযুক্ত কায়কোবাদকে আটক করে বুধবার বিকেলে কারাগারে পাঠানো হয়।

ওই ছাত্রীর অভিযোগ, ২০১৮ সালের ৩১শে জানুয়ারিতে কায়কোবাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছাত্রীর পরিচয়। কায়কোবাদের বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গায়।

Exit mobile version