parbattanews

মুমিনুলের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক:

২০১৮ সালে বিশ্ব রেকর্ড গড়েছেন মুমিনুল। তাঁর করা ৯টি সেঞ্চুরি ও ১৭৯১ রান প্রথম শ্রেণির ক্রিকেটে এই বছর ক্রিকেট বিশ্বেই সর্বোচ্চ।

তবে আরেকটি গৌরবের বিষয় তার পরের স্থানটিও দখলে রেখেছেন আরেক বাংলাদেশি। ১৯ ম্যাচে সাত সেঞ্চুরিতে ১৫৭৩ রান করে দ্বিতীয় স্থানে তুষার ইমরান।

রানের দিক থেকে দুই বাংলাদেশির পর সেরা পাঁচের বাকি সদস্যরা হচ্ছেন ইংল্যান্ডের রবি বার্নস (১৫৫৭ রান), দক্ষিণ আফ্রিকার ড্যান ভিলাস (১৫২৫ রান) ও কলিন অ্যাকারম্যান (১৪৮১ রান)। সেঞ্চুরির তালিকায় মুমিনুল-তুষারের পর ছয়টি করে সেঞ্চুরি আছে দক্ষিণ আফ্রিকার জ্যাকবস পিয়েনার, ইংল্যান্ডের ইয়েন বেল, অস্ট্রেলিয়ার উসমান খাজা ও ম্যাট রেনশ’র।

২০১৮সেরা মুমিনুল বছরটা শুরু করেছিলেন বিসিএলে দুটি সেঞ্চুরি দিয়ে। যার মধ্যে ছিল একটি ডাবল সেঞ্চুরি (২৫৮)। তারপর শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জোড়া সেঞ্চুরি। পরে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছেন একটি করে সেঞ্চুরি। এছাড়া জাতীয় ক্রিকেট লিগে একটি, সদ্য সমাপ্ত বিসিএলে আরও দুটি সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

অবশ্য বছরের শেষান্তে এসে টেস্টের চার সেঞ্চুরি ও ২৫৮ রানের ইনিংসটাকেই এগিয়ে রাখছেন ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান।

Exit mobile version