মুসলিমদের আইন বিষয়ে পড়াশোনা করার পরামর্শ ওয়াইসির

fec-image

মুসলিমদের আইন নিয়ে পড়াশোনার পরামর্শ দিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদ-উল মুসলিমীনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, মুসলমিদের আইন ভালো করে বোঝা উচিত, আর তাই মুসলিমদের আইন নিয়ে পড়াশোনা করা প্রয়োজন।

আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ভারতে মুসলমানদের আইনজীবী প্রয়োজন। নোটারি নয়, এমন আইনজীবী হতে হবে যে সংবিধানকে ভালোভাবে জানবে, সেই সঙ্গে মুসলিম পার্সোনাল বোর্ড সম্পর্কেও জানবে, এবং আইনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানবে।

তিনি বলেন, আমি আইনজীবী, কিন্তু আমি প্র্যাকটিসও করতে পারি না। আল্লাহ যে সম্মান দিয়েছেন তা ধরে রাখুন। ভারতের প্রধানমন্ত্রী তাঁর দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারেন কি-না তাও দেখতে হবে। আমিও চাই চীনের চেয়ে ভারত যাতে আরো এগিয়ে যেতে পারে। মুসলমান ভাইয়েরা নিজেদের আরও মজবুত করুন।

ওয়াইসি মুসলমানদের কাছে আবেদন করেন, তাঁরা যেন তেলেঙ্গানায় বিজেপিকে রুখতে একত্রিত হন। তিনি বলেন, বিজেপি তেলেঙ্গানার স্বপ্ন দেখছে। কিন্তু তা স্বপ্নই থেকে যাবে।

ওয়াইসির অভিযোগ, নরেন্দ্র মোদি কেবল প্রতিশ্রুতিই দিতে পারেন। মোদি এবং বিজেপি’র গত পাঁচবছরে ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সূত্র :  সাউথএশিয়ানমনিটরডটকম

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদ-উল মুসলিমীন, আসাদউদ্দিন ওয়াইসি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন