ফিলিস্তিন ও ভারতে

মুসলিম হত্যার প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ

fec-image

ফিলিস্তিনের গাজায় ইজরায়েল বর্বর হামলা ও ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে ফুঁসে উঠছে বাংলার তৌহিদী জনতা। ফিলিস্তিনে ইজরায়েলী আগ্রাসন ও ভারতে মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাদ জুমা মানিকছড়িতে “আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার” উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জনতা।

জুমার নামাজ শেষে উপজেলার বিভিন্ন স্থান থেকে পৃথক পৃথক ব্যানার, ফেস্টুনে বিভিন্ন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুসলিম তৌহিদী জনতা, উলামায়ে মশায়েখ ইজরায়েলী আগ্রাসনের বর্বর চিত্র ও ভারতে নামাজরত মুসলমানদের নির্যাতনের চিত্র তুলে ধরে বাজার কেন্দ্রীয় মসজিদ মাঠে জমায়েত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আমতলস্থ মোড়ে গিয়ে রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে।

এ সময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাগড়াছড়ির মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদ, আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বীন সুরুজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা আমান উল্লাহ আমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাতি মো. জহিরুল ইসলাম খোকন, ইমাম মাওলানা মো. নূরুল কবির, মুফতি দিদারুল আলম কাসেমী, মাওলানা মো. জসিম উদ্দীন, মাওলানা অলি উল্লাহ, কারী সিরাজুল ইসলাম, মুফতি মাঈন উদ্দীন জামিল, কলেজ ছাত্রদলের সভাপতি, মো. রাকিবুল ইসলাম প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন