parbattanews

খাগড়াছড়িতে আইসোলেশনে অবস্থায় মৃত্যুবরণকারী যুবকের দেহে করোনাভাইরাস পাওয়া যায়নি

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় মৃত্যুবরণকারী যুবকের দেহে করোনাভাইরাস এর সংক্রামন পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ।

তিনি জানান, আইইডিসিআরের কাছে পাঠানো নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস শনাক্ত হয়নি।

বুধবার(২৫ মার্চ ) রাতে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় মারা যান ৩০ বছর বয়সের এক যুবক। সে জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তার বাড়ি খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ির নুনছড়ি গ্রামে।

এ কারণে সেই রোগীর সংস্পর্শে আসা হাসপাতালের ২ জন চিকিৎসক, ২জন নার্সসহ ৫জনকে হাসপাতালের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এদিকে , খাগড়াছড়িতে বিদেশ ফেরত ২৫৫ জনের মধ্যে ১৪৮ জনকে হোম কোয়ারেন্টিনে আনা সম্ভব হয়েছে।

তবে সু-সংবাদ হচ্ছে তাদের মধ্যে কোরানাভাইরাসের কোন লক্ষণ না পাওয়ায় ইতোমধ্যে ৮৮ জনকে ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ।

Exit mobile version