parbattanews

মেঘলা ও নীলাচলে থাকা যাবে সন্ধ্যার পরও

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানে ইংরেজি বছরের শুরুতে জেলা শহরের আকর্ষণীয় দুটি পর্যটন স্থান মেঘলা ও নীলাচলে পর্যটকদের সন্ধ্যার পরও বেড়ানোর সময় বাড়ানো হয়েছে। ১ জানুয়ারি থেকে এ দুই স্থানে রাত আটটা পর্যন্ত পর্যটকেরা সময় কাটাতে পারবেন। আগে সন্ধ্যা পর্যন্ত পর্যটকদের বেড়ানোর অনুমতি ছিল।

জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটনের দায়িত্বে থাকা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আলী নুর খান বলেন, মৌসুমের শুরুতেই পর্যটকেরা দলে দলে আসতে শুরু করেছেন। হোটেল-মোটেল ও পর্যটনের জায়গাগুলোতে দেশি-বিদেশি পর্যটকের ভিড় বেড়েছে।

পর্যটকদের দাবি জেলা শহরের দুটি আকর্ষণীয় স্থান নীলাচল ও মেঘলায় সন্ধ্যার পরেও সময় কাটাতে চান। এ জন্য এখন রাত আটটা পর্যন্ত ওই দুই স্পটে বিশেষ করে ১৮০০ ফুট উঁচু নীলাচল পাহাড়ের চূড়ায় নির্জন-নীরবতায় সময় কাটাতে সুযোগ দেওয়া হয়েছে। নিরাপত্তার কোনো সমস্যা হবে না সার্বক্ষণিকভাবে টুরিস্ট পুলিশ থাকবেন।

নীলাচলের কর্মচারী মহাদেব তঞ্চঙ্গ্যা বলেন, সন্ধ্যার পরও পর্যটকেরা থাকতে পারবে ভালো হয়েছে। ছেলেমেয়ের বিদ্যালয়ে ভর্তি শেষে ব্যাপক সংখ্যায় পর্যটকের সংখ্যা বাড়বে।

Exit mobile version