মেজর সিনহা হত্যায় চার আসামীর ১০ দিনের রিমান্ড চায় র‌্যাব

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কারান্তরীণ চার আসামীর ১০ দিনের রিমান্ড চায় র‌্যাব।

এ দাবী সোমবার (১০ আগস্ট) কক্সবাজার আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ।

আসামীরা হলেন- কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া।

তিনি বলেন, চার আসামীকে আমরা বিগত দুইদিনে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছি। তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেই তথ্যের আলোকে তাদেরকে সোমবার ১০দিনের রিমান্ডের জন্য আবেদন করছি। বিজ্ঞ আদালতের নির্দেশনার আলোকে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

কর্নেল আশিক বিল্লাহ বলেন, ৭ দিনের রিমান্ড মঞ্জুর হওয়া বাকি তিন আসামীকে পর্যায়ক্রমে আমরা রিমান্ডে আনব। তবে, আজকেই তাদেরকে রিমান্ডে আনছি না। আরো একটু যাচাই বাছাই করছি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রিমান্ড, র‌্যাব, সেনাবাহনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন