parbattanews

মেয়ের বিবাহের জন্য দীঘিনালা জোনের সহায়তা প্রদান

মেয়ের বিবাহের জন্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৮ জুলাই) সকালে বাঘাইছড়ি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার কাচালং এলাকার মো. নুরুল ইসলাম (৫৫) এর হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন।

জানা যায়, বাঘাইছড়ি উপজেলার কাচালং এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ৪ কন্যা সন্তানসহ ৬ সদস্যের সংসার। তার পরিবারের ভরন-পোষণসহ যাবতীয় ব্যয়ভার বহন করতে গিয়ে অতি কষ্টে মানবেতর জীবন যাপন করছে। এরমধ্যে বিবাহ উপযুক্ত বড় দুই মেয়ের বিবাহের যাবতীয় ব্যয় বহন করা তার পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। পরে বিষয়টি দীঘিনালা জোনের দৃষ্টিগোচর হলে, দীঘিনালা জোন অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়ায়।
পরে বুধবার সকালে দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা সহায়তা হিসেবে তুলে দেন জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন।

মেয়েদের বিবাহের অনুষ্ঠান সম্পন্নের জন্য আর্থিক সহায়তা পেয়ে মো. নুরুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এই অনুদান পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত।

Exit mobile version