parbattanews

মেসির হাতেই বিশ্বকাপ!

পার্বত্যনিউজ ডেস্ক:

বার্সেলোনার জার্সিতে অসামান্য সব কীর্তি গড়া লিওনেল মেসি জাতীয় দলের হয়ে এখনো বড় কোনো সাফল্যের দেখা পাননি। সে কারণে মেসির সমালোচনাকারীর সংখ্যাটাও অনেক বেশি।

তবে এবার বিশ্বকাপ জিতবে লিওনেল মেসির আর্জেন্টিনা। হ্যা, এমনই প্রত্যাশা স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার। এ প্রসঙ্গে ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি মনে করি লিওনেল মেসি এবার এটা (শিরোপা) জিততে পারে। আমি মনেকরি, মেসি ইতিহাসের সেরা ফুটবলার। এটা জিতে সে তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে।’

বিশ্বকাপের ২১তম এই আসরে ‘ডি’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া এবং নাইজেরিয়া। আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করবে আর্জেন্টিনা।

তার আগে এই মুহূর্তে অনুশীলনে কঠোর ব্যস্ত সময় পার করছেন হোর্হে সাম্পাওলির দল।

Exit mobile version