মেসিহীন মায়ামির লিগস কাপ থেকে বিদায়
লিগস কাপের বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি এবার শেষ ১৬ থেকেই বিদায় নিল। বুধবার (১৪ আগস্ট) মেসিহীন মায়ামি কলম্বাস ক্রুর কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে।
গত বছর মায়ামিতে যোগ দেয়ার পর ক্লাবটিকে লিগস কাপ জেতান লিওনেল মেসি। যা ক্লাবটির ইতিহাসে প্রথম কোন শিরোপা জয়। গত মৌসুমের লিগস কাপে মেসি ১০ গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন।
তবে গত মাসে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে চোট পান মেসি। সেই চোট গুরুতর হওয়ায় এখনও মাঠে ফিরতে পারেননি তিনি। এমনকি মেসি কবে নাগাদ মাঠে ফিরবেন তা এখনও নিশ্চিত নয়। যদিও মায়ামি কোচ জানিয়েছিলেন, অনুশীলনে মেসি না ফিরলেও জিম করছেন তিনি।
এদিকে বুধাবার লিগস কাপের শেষ ১৬-র ম্যাচে দুই গোলে পিছিয়ে থাকার পরও মেসির ক্লাব মায়ামিকে হারায় কলম্বাস ক্রু। ম্যাচের দশম মিনিটেই মায়ামিকে এগিয়ে দেন মাতিয়াস রোজাস। এরপর ম্যাচের ৬২তম মিনিটে মায়ামিকে দ্বিতীয় গোল এনে দেন দিয়েগো গোমেজ।
এরপর ঘুরে দাঁড়ায় কলম্বাস ক্রু। ৩ মিনিটের মধ্যে ২ গোল করে সমতায় ফেরে ক্লাবটি। ৬৭ মিনিটে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ ও ৬৯ মিনিটে গোল করেন দিয়েগো রসি। ১১ মিনিট পর উরুগুয়ের ফরোয়ার্ড রসির আরেকটি গোল জয় এনে দেয় কলম্বাসকে। আগামী শনিবার (১৭ আগস্ট) শেষ আটের ম্যাচে নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলবে কলম্বাস।