parbattanews

ময়লা ও নোংরা পানি পার হওয়াই পানছড়ির শিশু শিক্ষার্থীদের নিয়তি


নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

একটু বৃষ্টি হলেই হাঁটুজল আর কাদায় একাকার হয়ে যায় পানছড়ির স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাইনরাইজ কিন্ডার গার্টেনের পাশ দিয়ে বয়ে চলা তালুকদার পাড়া সড়ক। এই সড়ক দিয়ে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, পানছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বাজারমুখী বহু শিক্ষার্থী ও জনগণের চলাচল। অথচ এ সড়কটিতে অল্প বৃষ্টিতেই জমে থাকে হাঁটুজল। এই দূষিত ও নোংরা পানির উপর দিয়েই নিত্য চলাচল করে কোমলমতি শিক্ষার্থীরা।

এরি মাঝে কেউ কেউ পানিবাহিত রোগে আক্রান্ত হবার কথাও জানান অভিভাবকরা। ক্ষুদে শিক্ষার্থী সামুচিং মারমা, গৌরব সাহা, সাদিয়া আক্তার জানায়, আমরা ফলাফলে উপজেলার সেরা। কিন্তু আমাদের বিদ্যালয়ের পারিপার্শ্বিক অবস্থা খুব নাজুক। ময়লা-আবর্জনা মিশ্রিত পানির উপর দিয়েই বর্ষা মৌসুমে চলাচল করছি। কারো নজরে পড়ছে না কেন বুঝতেছি না।

শিক্ষার্থী ও অভিভাবকমহলের দাবী, সড়কটিকে যেন সহসাই সংস্কারের আওতায় আনা হয়।

৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন জানান, ব্যাপারটি আমি খুবই আন্তরিকতার সহিত আমি দেখছি। খুব সহসাই এর একটি সুফল পাবে শিক্ষার্থী ও পথচারীরা।

Exit mobile version