parbattanews

যতদিন রোহিঙ্গা থাকবে ততদিন চিকিৎসা সেবা দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী নাসিম

ঘুমধুম প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে ডিপথেরিয়া টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘পরিস্থিতি এখন পুরো নিয়ন্ত্রণে রয়েছে। এতে ভয়ের কোনও কারণ নেই। প্রতিদিন এই ডিপথেরিয়া রোগ নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। শুধু ডিপথেরিয়া নয়, যতদিন রোহিঙ্গা থাকবে ততদিন রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা দিয়ে যাবে সরকার।

তিনি রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের উখিয়ার বালুখালিতে মেডিক্যাল ক্যাম্প পরিদর্শনকালে একথা বলেন। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল মোস্তফা, স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক এমএম মুজিবুল হক, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম।

পরে রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে চিকিৎসা সেবার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী।

কক্সবাজার হিলটপ সার্কিট হাউজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি ও জেলা প্রশাসক মো. আলী হোসেন বক্তব্য রাখেন।

এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Exit mobile version