যশ ও নুসরাতের বিচ্ছেদের গুঞ্জন, সরগরম টালিপাড়া


টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের মধ্যে কয়েক দিন ধরেই চলছে বিচ্ছেদ গুঞ্জন। বুধবার (২৮ মে) সকাল থেকেই তারকা জুটির বিচ্ছেদ জল্পনায় সরগরম টালিপাড়া। এ দম্পতির সম্পর্কে নাকি দূরত্ব বেড়েই চলেছে। এ কৌতূহল নেটিজেনদের মনে ঘুরপাক খাচ্ছে।
সে সম্পর্ক এখন মোড় নিয়েছে অন্যদিকে। টালিপাড়ার অন্দরের গুঞ্জন— তাদের বাড়িও নাকি আলাদা হয়েছে। তারা নাকি এখন আলাদা থাকছেন। মুম্বাইয়ে যশের পেছনে গুপ্তচর লাগিয়েছিলেন নুসরত জাহান? একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেই চলেছেন তারা।
এর আগে তাদের সম্পর্ক তৈরির সময়ও হয়েছিল বিপুল আলোচনা। তেমনই এখন যুগলের বিচ্ছেদ প্রসঙ্গে সরগরম টালিপাড়া। নায়ক-নায়িকার ইনস্টাগ্রাম পোস্ট থেকেই মিলেছিল আভাস। বড় ছেলেকে নিয়ে থাইল্যান্ড ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন যশ। অন্যদিকে নুসরত জাহান ঈশানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন উত্তরবঙ্গে। সেখান থেকেই দুইয়ে দুইয়ে চার করেছেন সবাই।
তারা একের পর এক ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করে যাচ্ছেন।আর একেকটা মন্তব্য ছুড়ে দিচ্ছেন। এরই মাঝে নতুন গুঞ্জন— গত ডিসেম্বর থেকে নাকি এক বাড়িতে থাকছেন না তারা। এ দম্পতি শুধু কাজের জন্য নাকি একসঙ্গে সময় কাটান। বাকি সময়টা তারা আলাদা থাকছেন।
এদিকে অভিনেতার সাবেক স্ত্রী কেন্দ্র করেই নাকি যত সমস্যার সূত্রপাত। সেখান থেকেই তাদের মধ্যে অশান্তি শুরু। যশ নাকি তার পুরোনো আবাসনেই ফিরে গেছেন। আর নুসরত থাকছেন তার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে। কিছু দিন আগে এ প্রসঙ্গে অবশ্য যশ জানিয়েছিলেন সবটাই রটনা। কিন্তু তাদের ঘনিষ্ঠসূত্র বলছে, কোনো কিছুই রটনা নয়—সবই সত্যি।
যশ মুম্বাইয়ে থাকাকালীন তার পেছনে নাকি গুপ্তচরও লাগিয়েছিলেন নুসরাত। সেখান থেকেই সব সন্দেহের শুরু। আবার একসঙ্গে থাকার জন্য নায়িকা নাকি বেশ কিছু শর্তও দিয়েছেন। তা নাকি যশ মানতে নারাজ। কিন্তু আদৌ কি তারা আলাদা হয়েছেন নাকি এ সামান্যই মনোমালিন্য— সেই উত্তর অধরা।
প্রসঙ্গত, এ বিষয়ে একটি গণমাধ্যমের তরফে অভিনেতা যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের তরফে কোনো উত্তর মেলেনি।