parbattanews

যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে তাদের ছাড় দেয়া হবে না

 রাজনীতির নামে মানুষদের জিম্মি করে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে তাদের ছাড় দেয়া হবে না

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

রাজনীতির নামে পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষদের জিম্মি করে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে তাদের ছাড় দেয়া হবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী জিরো ট্রলারেন্স নীতি রয়েছে।

খাগড়াছড়িতে গেল ১৮ আগস্ট হত্যাকাণ্ড ও পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির উপর মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় বক্তারা এসব কথা জানান।

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নানের সভাপতিত্বে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।

মতবিনিময় সভায় উধ্বর্তন সামরিক বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রধারীদের ধরিয়ে দিতে জনপ্রতিনিধিদের সহযোগিতা চায় আইনশৃঙ্খলা বাহিনী।

মতবিনিময় সভার আগে বিভাগীয় কমিশনার ও ডিআইজি খাগড়াছড়ির ডিসি ও এসপিকে সাথে নিয়ে খাগড়াছড়ি সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন।

Exit mobile version