যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন তাদের কথা স্মরণে রাখতে হবে : অধ্যাপক আব্দুল আলিম


প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম বলেন, পেশিশক্তির রাহুগ্রাস ফ্যাসিবাদ থেকে বাংলাদেশের ১৮ কোটি জনগণ মুক্তি পেয়েছে। যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছে তাদের কথা স্মরণে রাখতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের শক্তি আবারো মাথাচারা দিয়ে উঠছে। ফ্যাসিবাদের শক্তিকে দমাতে আবারো রাজপথে নামতে হবে।এইজন্য ছাত্র সংগঠন, রাজনৈতিক দল সকলকে এক হয়ে কাজ করতে হবে।
রাঙামাটিতে ছাত্র শিবিরের আয়োজনে পবিত্র মাহে রমাদান উপলক্ষ্যে বিশিষ্টজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) জেলা শহরের রাঙাশ্রী কমিউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম।
জেলা ছাত্র শিবিরের সভাপতি শহিদুল ইসলাম শাফির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি ২৯৯ আসনে জামাতের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহমেদ, জেলা জামায়াতের নায়েবে আমির মাও: মো. জাহাঙ্গীর আলম, সেক্রেটারী মো. মনছুরুল হক, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, শ্রমিক কল্যাণ ফেডারশেন জেলা কমিটির সভাপতি আব্দুল সালাম, সাবেক সভাপতি মাও: তোফায়েল আহমেদ, রাঙামাটি পৌর জামায়াতের সেক্রেটারী হাফেজ আবুল বাশার, শ্রমিক কল্যাণ ফেডারশেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড: জিল্লুর রহমান, রাঙামাটি পৌর জামায়াতের এ্যাসিসট্যান্ট সেক্রেটারী এ্যাডভোকেট রহমত উল্লাহ উপস্থিত ছিলেন।