যামিনীপাড়া জোনের ইফতার সামগ্রী, নগদ অর্থ ও শিশু খাদ্য বিতরণ

সিমান্ত রক্ষার পাশাপাশি দায়িত্বরত এলাকার জীবনযাত্রার মানোন্নয়নসহ মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বুধবার (৫ এপ্রিল) দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার, রাতের খাবার, ইফতার সামগ্রী ও নগদ অর্থসহ বিভিন্ন প্রকার শিশু খাদ্য বিতরণ করেছে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)।
যামিনীপাড়া ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এবিএম জাহিদুল করিম নিজ হাতে এসব সামগ্রী বিতরণ করেণ।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৫০ প্যাকেট ইফতার , ৫০ প্যাকেট রাতের খাবার, নামাজের জায়নামাজ, টুপি, তসবি, ইফতার সামগ্রী, নগদ অর্থ অনুদান ।
এছাড়াও দায়িত্বরত এলাকার পথ শিশুদের মাঝে বিভিন্ন প্রকার শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। যামিনীপাড়া জোনের এমন সহানুভূতি ও সহযোগিতায় সন্তুষ্ট হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ।
নিউজটি ভিডিওতে দেখুন: