যুদ্ধ বিরতি নিয়ে ইরানের সুপ্রিম কাউন্সিলের মন্তব্য

fec-image

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফা যুদ্ধবিরতিতে একমত হতে বাধ্য হয়েছে। তবে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা অস্বীকার করেছেন।

আজ মঙ্গলবার সকালে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন প্রকাশিত খবর অস্বীকার করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। যেখানে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতির পর ইরান আবারও ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় মঙ্গলবার একটি বিবৃতিতে বলেছে, ইরানি সশস্ত্র বাহিনীর দৃঢ় প্রতিরক্ষা এবং প্রতিশোধমূলক হামলা ইসরায়েলকে অনুতপ্ত হতে, পরাজয় স্বীকার করতে এবং ইরানের বিরুদ্ধে একতরফা আক্রমণ বন্ধের অনুমোদন দিতে বাধ্য করেছে।

কাউন্সিল ইরানের জনগণকে আশ্বস্ত করেছে, দেশের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে মোটেও বিশ্বাস করে না এবং যেকোনো শত্রুতাপূর্ণ আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

১৩ জুন ইসরায়েল বিনা উস্কানিতেই ইরানে হঠাৎ হামলা শুরু করে। তারা ইরানের পারমাণবিক, সামরিক এবং আবাসিক স্থাপনাগুলিতে বিমান হামলা চালায়। যার ফলে শত শত ইরানি নিহত হন। যার মধ্যে শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকও রয়েছেন।

ইরানের সামরিক বাহিনী এর পরপরই পাল্টা আক্রমণ শুরু করে। ইসলামি বিপ্লবী গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিজ থ্রি’র অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে ২১টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যার ফলে ইসরায়েল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান, মন্তব্য, সুপ্রিম কাউন্সিল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন