parbattanews

যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকসহ সকল অপরাধ থেকে বিরত রাখা সম্ভব

গুইমারা প্রতিনিধি:

১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের অধিনায়ক রুবায়েত মাহমুদ হাসিব বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখা সম্ভব। তাই সমাজে খেলাধুলার আযোজন সবসময় অব্যাহত রাখা উচিত।

জেলার গুইমারা উপজেলাধীন জালিয়াপাড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নাসির কাবাডি খেলার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার(১৬ নভেম্বর) বিকালে হাফছড়ি ইউপির উদ্যোগে পুলিশফাঁড়ি সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী’র সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব।

বিশেষ অতিথি হিসেবে সাব জোন অধিনায়ক ক্যাপ্টেন সামিউল ইসলাম সৌখিন, থানার অফিসার ইনচার্জ বিদ্যুত কুমার বড়ুয়া সহ অনেকে উপস্থিত ছিলেন।

এ টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নেয়। ‘জালিয়া পাড়া কাবাডি কিংস’ এবং ‘গুইমারা উপজেলা সিএনজি সমিতি’ ফাইনালে খেলে। কাবাডি কিংস ৪৯ পয়েন্ট অর্জন করে বিজীয় হয়।

Exit mobile version