parbattanews

ধর্মের মূল লক্ষ্য মানুষ গড়া: এমপি দীপংকর

যেকোন ধর্মের মূল লক্ষ্য হলো মানুষ গড়া বলে মন্তব্য করেছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

বুধবার (৭ অক্টোবর) রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা পূজা উদযাপন কমিটির দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আমরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো, এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। আগামী নির্বাচনে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

জেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিপুল ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার প্রমুখ।

Exit mobile version