যেভাবে অনলাইন বিদ্রূপকে আত্মবিশ্বাসে রূপ দেন সোনাক্ষী সিনহা

fec-image

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা বরাবরই অনলাইন ট্রোলিংয়ের শিকার হন। কখনো ভিন্নধর্মে বিয়ে নিয়ে কটাক্ষ, আবার কখনো শরীর নিয়ে অযাচিত মন্তব্য। সবকিছুই তিনি সামাল দেন কৌশলে ও রসবোধের সঙ্গে।

সম্প্রতি ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ অনুষ্ঠানে হাজির হয়ে সোনাক্ষী খোলামেলা ভাবে জানান, কীভাবে তিনি এসব ট্রোল সামলান এবং কেন কখনো কখনো পাল্টা জবাব দিতে বাধ্য হন।

সোনাক্ষী বলেন, ‘আমি খুব কম সময়েই সমালোচকদের জবাব দিই। কিন্তু যখন দিই, তখন বুঝে নিতে হবে। ওরা সত্যিই সীমা ছাড়িয়ে গেছে। সাধারণত আমি এসব উপেক্ষা করি, নেতিবাচকতা আমার তেমন ছুঁতে পারে না। কিন্তু কখনো কখনো এমন হয় যে মনে হয়, ‘এই কে রে তুই? আমাকে এমন বলার সাহস তোর হলো কী করে?’ কম্পিউটারের ওপারে বসে থাকা এক অচেনা লোক, আর তুই আমাকে অপমান করবি? আচ্ছা, এবার তোকে দেখাই’।

এক নেটিজেন অভিযোগ করেন, সোনাক্ষী নাকি তাকে শুধু ‘আন্টি’ বলায় ব্লক করে দিয়েছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী রসিকতার সুরে বলেন, ‘তোমাকে আনব্লক করব শুধু আবার ব্লক করার জন্য’।

সোনাক্ষীর এই রসিক জবাব মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তার খোলামেলা মনোভাব ও তীক্ষ্ণ রসবোধের প্রশংসায় ভরিয়ে দেন সোশ্যাল মিডিয়া।

২০১০ সালে ‘দাবাং’ ছবির মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন সোনাক্ষী সিনহা। সালমান খানের বিপরীতে ‘রাজ্জো’ চরিত্রে আত্মপ্রকাশেই জয় করে নেন তরুণ দর্শকের হৃদয়। এরপর আকিরা, নুর, ডাবল এক্সএল, লুটেরা, দহাড়, হীরামান্ডির-র মতো বৈচিত্র্যময় সিনেমায় নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন শত্রুঘ্ন সিনহার এই কন্যা।

এবার ‘জটাধারা’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো তেলেগু সিনেমায় দেখা যাবে সোনাক্ষীকে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বলিউড, বিনোদন, সোনাক্ষী সিনহা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন