parbattanews

যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে স্যাটেলাইট পাঠাচ্ছে মিয়ানমার

মিয়ানমার আগামী সপ্তাহে নিজস্ব স্যাটেলাইট মিয়ানমার স্যাট-২ উৎক্ষেপনের প্রস্তুতি নিয়েছে। ফলে দেশের টেলিযোগাযোগ ব্যবস্থা উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার উ উইন অং বলেন যে এই স্যাটেলাইট দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সবখানে দ্রুত গতির টেলিযোগাযোগ সুবিধা দেবে।

এই স্যাটেলাইট চালু হলে বিশেষ করে মোবাইল ও ইন্টারনেট সেবা উন্নত হবে বলে উল্লেখ করেন তিনি।

৭ আগস্ট দক্ষিণ আমেরিকায় ফরাসী উপনিবেশ ফ্রেন্স গায়ানার আরিয়ানিস্পেস স্যাটেলাইট লঞ্চিং কোম্পানির ঘাঁটি থেকে মিয়ানমার স্যাট ২/ইন্টেলস্যাট ৩৯ উৎক্ষেপন করা হবে।

ক্যালিফোর্নিয়াভিত্তিক ম্যাক্সার টেকনলজিস এই স্যাটেলাইট তৈরি করে এবং গত মাসে এটি উৎক্ষেপন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

এই প্রকল্পে মিয়ানমার সরকারের খরচ হয়েছে ১৫৫.৭ মিলিয়ন ডলার।

বর্তমানে যুক্তরাষ্ট্র, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার স্যাটেলাইট লিজ নিয়ে মিয়ানমারকে চলতে হচ্ছে। এতে প্রতি বছর ১০ মিলিয়ন ডলার খরচ হয়।

সূত্র: সাউথএশিয়ানমনিটরডটকম

Exit mobile version