parbattanews

রবিবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা

পার্বত্যনিউজ ডেস্ক:

কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে রবিবার (১১ ফেব্রুয়ারি) ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দল। ১১ সদস্যবিশিষ্ট এই প্রতিনিধি দলের বেশ কয়েকজন শনিবার (১০ ফেব্রুয়ারি) ঢাকায় পৌঁছান। বাকিরা রবিবার ঢাকায় পৌঁছানোর পর প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে যাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার সংক্রান্ত উপকমিটি, পররাষ্ট্রবিষয়ক কমিটি, দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক প্রতিনিধি এবং দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিনিধি রয়েছেন। তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর চারটি উপদলের মধ্যে তিনটি দলের সদস্যরা ঢাকায় ফিরে কানেক্টিং ফ্লাইটে মিয়ানমার সফরে যাবে এবং দেশটির কর্তৃপক্ষের সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন।

সূত্র আরও জানায়, একটি প্রতিনিধি দল ঢাকায় ফিরে নির্বাচন কমিশনে আগামী নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা করবে। এরপর তারা আগামী ১৫ ফেব্রুয়ারি ফিরে যাবেন।

এই প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বলেও জানা গেছে।

সূত্র: কালের কণ্ঠ

Exit mobile version