parbattanews

রমজানে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন যারা

পবিত্র রমজানে ওমরাহ পালন বা মসজিদুল হারামে নামাজ আদায়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার সৌদি কর্তৃপক্ষের এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, যাদের শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে তারাই রমজানে মসজিদুল হারামে নামাজ আদায় এবং ওমরাহ সম্পন্ন করতে পারবেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, করোনাভাইরাসের টিকার উভয় ডোজ নেওয়া ব্যক্তিরা মসজিদুল হারামে নামাজ আদায় বা ওমরাহ করার সুযোগ পাবেন। টিকার প্রথম ডোজ নিয়েছেন এমন ব্যক্তিরা ভ্যাকসিন নেওয়ার পর অন্তত ১৪ দিন পর এ সুযোগ পাবেন। এছাড়া করোনা আক্রান্ত হলেও পরে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন; এমন ব্যক্তিরাও ওমরাহ পালন করতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষের তরফে শুধু রমজান মাসের জন্য এই বিধিনিষেধের কথা বলা হয়েছে। তবে রমজানের পর হজ মৌসুমেও এটি বহাল থাকবে কিনা সেটি নিশ্চিতভাবে জানা যায়নি। সৌদি সরকারের তরফেও বিষয়টি পরিষ্কার করা হয়নি।

Exit mobile version