parbattanews

রাইখালী লোকনাথ মন্দিরের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে সার্বজনীন শ্রী লোকনাথ মন্দির ও সেবাশ্রমের ১ম প্রতিষ্ঠা ও ধর্মীয় সভা হয়েছে।

গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল হতে শ্মশান পাহাড় মন্দির প্রাঙ্গনে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচীর মধ্যে ছিলো প্রত্যুষে বাবা লোকনাথ বাবার জাগরণ, প্রার্থনা, বাল্য ভোগ নিবেদন, পুজা, গীতাপাঠ, আলোচনা সভা, প্রসাদ বিতরণ এবং ভক্তিমূলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির প্রতিষ্ঠতা সভাপতি সুবর্ন ভট্রাচার্য। স্বাগত বক্তব্য রাখেন, সুন্দরী কালি মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি বিপ্লব সেন লাতু। প্রধান অতিথি ছিলেন মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা বাবুল কান্তি দে।

বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পিন্টু, ভূমিদাতা, থয়সাপ্রু চৌধুরী ( রুভেল) ও উসে সুয়ে চৌধুরী ( মিশুক), কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার মল্লিক।

এসময় ধর্মীয় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য। আলোচনার আগে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

Exit mobile version